তারাকান্দায় নানান কর্মসূচি’র মধ্যেদিয়ে পালিত হয়েছে ‘শেখ রাসেল দিবস
-
Reporter Name
- Update Time : ০৭:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- ১২৮ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে ১৮ অক্টোবর মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দায় নানান কর্মসূচির মধ্যেদিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস ’।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে শেখ রাসেলের ছবিতে পুষ্পস্তবক অর্পণ,র্যালি ও পরে উপজেলা হল রুমে আলোচনা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক, সহকারি কমিশনার ভূমি ফাহমিদা সুলতানা, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, সালমা আক্তার কাকন,উপজেলা আ’লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অন্যানরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু শেখ রাসেল।