ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা.ময়মনসিংহ দিবস-২০২৫ উদযাপন
-
Reporter Name
- Update Time : ০৯:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- ১৮ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধি:-
ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা.ময়মনসিংহ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (১৭মে) বিকেলে ময়মনসিংহ অডিটোরিয়াম ঢাকায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে, মহাসচিব সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক ও অতিরিক্ত মহাসচিব মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় ময়মনসিংহ দিবস-২০২৫, উপলক্ষে আলোচনা, কেক কাটা ও মিষ্টি বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব জ্বনাব হুমায়ুন খালিদ ও অ্যাডভোকেট খলিলুর রহমান। ১৭৮৭ সালে গঠিত ময়মনসিংহ জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন সর্বজনাব পীরজাদা শহিদুল হারুন (সাবেক অতিরিক্ত সচিব ),অধ্যাপক আকবর সিরাজী, হাবিবুর রহমান তালুকদার, এডভোকেট জিতেন্দ্র বর্মন,আব্দুল মান্নান, ইলিয়াস হোসেন লিটন,রিনা পন্ডিত,কবির খান , অ্যাডভোকেট শামসুন্নাহার, মো: আনোয়ার হোসেন,ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান তকদির, সরোয়ারদি,লতিফুল ইসলাম নিপুল, সিরাজুল ইসলাম মানিক, সাংবাদিক বাদল , এরশাদুল্লাহ এরশাদ, আসাদুল্লাহ, সাইয়েদুল করিম নসরত, লুৎফুর রহমান খান হিটু, আব্দুল লতিফ, অধ্যক্ষ শফি খন্দকার, রেনেসাঁ ওসমান,কামাল হোসেন(দাবারু), এম এ মাসুদ( দাবারু),শামসুল হক, মাসুদ আহমেদ খান,কামরুন নাহার, মোহাম্মদ আলী, আদনান শাহরিয়ার নাজিম, খাইরুল, আব্দুর রহিম প্রমুখ । সভায় সর্ব সম্মতিক্রমে ময়মনসিংহের রাস্তাঘাট উন্নয়ন, ইকোনমিক জোনের বিষয় ও অন্যান্য উন্নয়নমূলক কাজকর্মের দাবি দাওয়া উর্ধতন মহলে পেশ করার লক্ষে সাবেক সচিব হুমায়ুন খালিদ কে আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুনকে সদস্য সচিব নির্বাচিত করে পাঁচ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি গঠন করা হয়, আব্দুল মান্নান কে আহ্বায়ক করে ও কবির খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট সদস্য নবায়ন কমিটি গঠন করা হয় এবং উপস্থিত সকলকে সদস্য নবায়নে ফরম বিতরণ করা হয়।দ্বিতীয় পর্বে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। সভার তৃতীয় পর্বে সভাপতি মাহফিজুর রহমান বাবুল,সংগঠনের যুগ্ম মহাসচিব জুবায়ের ইবনে সালেহ, র অসুস্থ মাতা ও সদস্য মকবুল হোসেন এস আই এর সুস্থ তা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শফি খন্দকার।