টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
-
Reporter Name
- Update Time : ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- ১৭২ Time View

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মধুপুরে র্যালী আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ মার্চ সকাল সাড়ে দশ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিস আয়োজিত দিবসটি উদযাপন উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্তর হতে বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু,। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,উপজেলা সহকারীকমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, সহ -সভাপতি বাপ্পু সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুল রশীদ খান চুন্নু , কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন প্রমুখ। উক্ত আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন।