জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন তারাকান্দার মেজবাউল আলম চৌধুরী
-
Reporter Name
- Update Time : ০৪:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- ১২৪ Time View

মো: শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধি
ময়মনসিংহের জেলা পরিষদের ৪ নং ওয়ার্ড তারাকান্দা উপজেলা থেকে হাতি প্রতীক নিয়ে ৭৮ ভোটে বিজয়ী হয়ে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মেজবাউল আলম চৌধুরী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়ের আলমগীর সরকার তালা প্রতীক পেয়েছেন ৪৩ ভোট, মোহাম্মদ আনোয়ার হোসেন মন্ডল নলকূপ প্রতীকে পেয়েছেন ১২ ভোট। উপজেলার হলরুমে সোমবার ১৭অক্টোবর উৎসবমুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে ২ টা পর্যন্ত (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চালাকালীন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে এমনটাই দেখা যায়।
তারাকান্দা অনুষ্ঠিত জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউসুফ খান পাঠান আনারস প্রতীকে ৪২ ভোট,আমিনুল ইসলাম আমিন চশমা প্রতীকে ৭৮ ভোট,মোঃ নুরুল ইসলাম রানা ঘোড়া প্রতীকে ১২ ভোট ও মোঃ হামিদুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ ভোট।
সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নাজমুন নাহার মুক্তা ফুটবল প্রতীকে ৩১ ভোট,মিসেস আরজুনা কবির টেবিল ঘড়ি প্রতীকে ১০১ ভোট এবং ফারহানা রহমান দোয়াত কলম প্রতীকে পান ০১ ভোট ।
সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রেক্ষিতে কেন্দ্র পরিদর্শন করেন ময়:অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্বস পারভেজুর রহমান,
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত,সহকারী কমিশনার( ভূমি) ফাহমিদা সুলতানা,
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমূখ। এ সময় অন্যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।