গোয়াতলা ইউনিয়নে বলদাখালি খালের উপর নির্মিত ব্রিজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দেয় স্থানীয় এলাকাবাসী
-
Reporter Name
- Update Time : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- ১০৪ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ঘাগটিয়ার পাড় আছিরগঞ্জ বাজারের পাশে বলদাখালি খালের উপর দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নির্মিত ৫০ফিট গার্ডার ব্রিজের বেইজ ঢালাই কাজের অনিয়মের অভিযোগে স্থানীয় লোকজন ঢালাই কাজে বাধা প্রদান করে কাজ বন্ধ করে দেয়। প্রাক্কলন ও নকশা অনুয়ায়ী বেইজ ঢালাই কাজে ২৫লিমি রড ব্যবহারের কথা থাকলেও তা না করে ২০ এবং ১৬মিলি রড ব্যবহার করার কারণে স্থানীয় লোকজন ঢালাই কাজ বন্ধ করে দেয়, মোট রড ২৫ মিলি ১৫৮পিচ ৫০ফিট লম্বা থাকার কথা থাকলেও সেখানে আছে ১৩০পিচ, আর বাকি গুলো হলো ২০ও ১৬মিলি রড দিয়ে কাজ করা হচ্ছিল, সরেজমিনে গিয়ে জানা যায় স্থানীয় এলাকাবাসী আরও জানায় ঠিকাদারের সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যোগসাজসে এই কাজ করা হয়েছে । এখানে উল্লেখ থাকে যে প্রায় তিন টনের উপরে রড কম দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন ।
স্থানীয় সুত্রে জানাযায় গত শুক্রবার ০৩ফেব্রুয়ারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ বেগম শাহিন তার স্বামী কে নিয়ে ব্রিজের কাজ পরিদর্শন করেন, এবং কাজের মাপযোগ করে আসেন ৫ ফেব্রুয়ারী রবিবার ঢালাই কাজ করার জন্য ঠিকাদার কে নির্দেশ প্রদান করেন। বলে সরেজমিনে গিয়ে জানা যায়।
এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন বলেন কাজ এখনো শেষ হয়নি, কাজে কোনধরনের অনিয়ম হয় নাই।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাত বলেন অভিযোগের বিষয় টি শুনেছি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেছেন,বেইজের রড খুলে আবার নতুন করে কাজ করা হচ্ছে।