খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহিদ বুদ্ধি জীবী দিবস পালিত
-
Reporter Name
- Update Time : ০৫:৩৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- ১১৩ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজন যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর২০২২) দিনটি উপলক্ষে সকালে শহরের পৌর টাউন হল প্রাঙ্গনে স্থাপিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহসভাপতি কল্যান মিত্র বড়ুয়া,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য এড.আশুতোষ চাকমা,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,দপ্তর সম্পাদক চন্দন দে,সদস্য এড.নুরুল্লা হিরো, শামীম চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, সহ সভাপতি ফরিদ-উজ – জামান স্বাধীন, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য,সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু, পৌর যুবলীগের সভাপতি ও ২নং পৌর কমিশনার মানিক পাটোয়ারীসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরে একটি র্যালী বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে গিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।