কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায়-দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি বিতরণ
-
Reporter Name
- Update Time : ১০:৫৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ১৭৭ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)
যশোরের কেশবপুরে ২০২২-২৩ অর্থ বছরে এডিপি’র অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি সরবরাহ করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০টি বীর মুক্তিযোদ্ধা পরিবার, ২০ জন অসহায়-দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন এবং আলমারি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।