ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
-
Reporter Name
- Update Time : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- ৯৪ Time View

এএস নুসরাত জাহান খুশি, রংপুর প্রতিনিধি:
আজ ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭১ সালের এইদিনে বিকাল ৩টায় ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)
শেখ মুজিবের এক বিশাল জনসভা, ইতিহাসে ৭ই মার্চ নামে খ্যাত।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই স্বাধীনতার ঘোষণা।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
তিনি আরও বলেন,
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ!
তিনি জনগণের প্রতি আহবান জানান, ‘প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শক্রর মোকাবিলা করতে হবে ‘।
এই রক্ত ঝঁরা ৭ই মার্চ বাঙালি জাতির মুক্তির বানী।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ সকাল ৯টায় জেলা প্রশাসন রংপুর এর উদ্যোগে নগরীর ডিসি মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালিত হয়েছে,
বিভাগীয় প্রসাশনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার – রংপুর।
জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, ড. চিত্রলেখা নাজনীন, জেলা প্রশাসক -রংপুর।
জেলা প্রশাসন, রংপুর এর আয়োজনে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ সর্বস্তরের জনগণ এবং ম্যুরালে সশস্ত্র সালাম প্রদান করা হয়েছে,