উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ” পুরষ্কারে ভূষিত হলেন শাজাহানপুর থানার এস আই আরিফুল ইসলাম
-
Reporter Name
- Update Time : ০৪:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- ১১৯ Time View

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
চলতি বছরের জুন মাসে’ উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ রাজশাহী রেঞ্জে বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আরিফুল ইসলাম (আরিফ)।
গত ১৮ জুলাই সোমবার দুপুরে রাজশাহী রেঞ্জ অফিসে রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম এই সম্মাননা পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি কে এম মোজাহিদুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ। তিনি ইতি পূর্বেও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বগুড়া জেলা পুলিশের সম্মাননায় ভূষিত হয়েছেন। পুরস্কার প্রাপ্তির পর এস আই আরিফ বগুড়া পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অফিসার ইনচার্জ শাজাহানপুর থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ পুলিশ টিম শাজাহানপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, উনার কাজের স্বীকৃতি থানার সকলের কাজের আগ্রহ বাড়িয়ে দেবে।