ইত্তেফাকুল উলামা ফুলপুর শাখার কমিটি গঠন, ওয়াইজ উদ্দিন সভাপতি কাসেম সম্পাদক
-
Reporter Name
- Update Time : ১১:১৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- ১১০ Time View

ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী -এর ফুলপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনকে সভাপতি ও জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়ার মুহতামিম মাওলানা আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে আজ শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। এছাড়া বালিয়া মাদরাসার শিক্ষা উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা এমদাদুল হক, বালিয়া মাদরাসার মজলিসে আমেলার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান ও ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আইন উদ্দিনকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এসময় ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ বিন হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতী শরীফুর রহমান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ মাওলানা বশীরুদ্দীনসহ স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। নবগঠিত ইত্তেফাকুল উলামা ফুলপুর উপজেলা শাখার অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া, মাওলানা আবু রায়হান, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, হাফেজ এরশাদুল্লাহ, মাওলানা মুবাশ্বির হোসাইন সাকী, হাফেজ মাওলানা মেরাজুল হক, হাফেজ মাওলানা মুহিউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতাউল্লাহ ফকির, মাওলানা এনামুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আমীরুদ্দীন, মাহমুদুল হাসান মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সহ-শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, হাফেজ মাওলানা নূরুল্লাহ, কুরআন শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুল্লাহ, অর্থ বিষয়ক সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মাশুক, সহ-অর্থ সম্পাদক মাওলানা ইখলাসুদ্দীন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা রুশায়েদ, সহ-সাহিত্য সম্পাদক হাফেজ মাওলানা আকিকুল ইসলাম আরাফাত, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা জালালুদ্দীন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুল কাদির আওলাদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ শাহজাহান সিরাজী, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্দুল ক্বাইয়ূম, সম্মানিত সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ক্বারী সুলতান আহমদ, হাফেজ ফরিদ আহমাদ, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আল আমিন, মাওলানা আবুল বাশার, হাফেজ শরীফুল ইসলাম, হাফেজ ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ, মাওলানা রেজাউল করিম প্রমুখ। সবশেষে নবগঠিত এই কমিটির পরিচিতি সভা আগামী ৬ ফেব্রুয়ারী সোমবার ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় বাদ যুহর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।