আসন্ন সংসদ নির্বাচনে ভালুকায় সম্ভাব্য বিএনপির প্রাথী হাফ ডজনের বেশী
-
Reporter Name
- Update Time : ১২:১৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- ১০৫ Time View

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১৫৬ ময়মনসিংহ ভালুকা—১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের হাফ ডজনের ও বেশী নেতা কর্মীরা আসন্ন সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী পরিচয় দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। সাংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদেও মাঝে যাদের নাম শোনা যাচ্ছেন তারা হলেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মোর্শেদ আলম কেন্দ্রীয় কৃষক দলের সহ—সম্পাদক রিয়াজ উদ্দিন, ময়মনসিংহের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল কেন্দ্রীয় স্বেচ্চা সেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, জিয়া বিগ্রেডের মহাসচিব আবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুর রহিম। নেতা কর্মীরা জানান, বিগত সময়ে মামলা হামলার স্বীকার হয়ে বিএনপির নেতা কর্মীদের আগলে রেখেছেন ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। গত ৭ ফেব্রুয়ারী গোয়ারী ভাওয়ালিয়া বাজু স্কুল মাঠে কৃষক সমাবেশ ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু ও কেন্দ্রীয় কৃষক দলের সহ—সম্পাদক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে কৃষক সমাবেশ সফল হয়।