অসহায় তিন বৃদ্ধকে মাছ কিনে দিলেন মানবিক পুলিশ অফিসার এসআই জাহিদ
-
Reporter Name
- Update Time : ০১:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- ১৩৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
অসহায় তিন বৃদ্ধকে তাদের চয়েজ মত মাছ কিনে দিলেন ময়মনসিংহের ফুলপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই জাহিদুল ইসলাম সবুজ। মানবিক এ পুলিশ অফিসার জাহিদ বলেন, একটি কাজে গিয়ে ফুলপুর উপজেলার কোন একটি দুর্গম গ্রামে অবস্থান করছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম গ্রামের ছোট একটি বাজারে ২-৩ জন বৃদ্ধ লোক যাদের বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হবে। তারা বাজারে মাছের দোকানে গিয়ে মাছ চাইতেছেন। পরে আমি তাদের ডেকে কাছে এনে বললাম, চাচা, এভাবে মাছ চাইতেছেন কেন? বাড়িতে আপনাদের কি ছেলে মেয়ে নেই? তারা কি আপনাদেরকে খরচ দেয় না? প্রত্যেকে বলল, বাবা, ছেলেরা ঢাহা থাহে। আমগরে কেউ দেহে না। তাগর নিজের সংসার নিয়াই তারা ব্যস্ত থাহে। আমরা তিন বুড়া বাজারে বাজারে মাছ চাইয়া খাই। আমি বললাম, চাচা, বাজারে আপনাদের কোন মাছ পছন্দ হয় বলেন? তারা বলল, বাবা, আমাগ মাছ লাগবো না। আমরা খুব খুশি অইছি। আমি আবারও বললাম, চাচা, বলেন। লজ্জা পাইয়েন না। অবশেষে তারা রাজি হলেন। তারা কেউ পাংগাস মাছ, কেউ তেলাপিয়া, কেউবা পুঁটি মাছ নিতে চাইলেন। পরে তাদেরকে তাদের পছন্দমত মাছ কিনে দিলেন এই এসআই। তখন ওই তিন বৃদ্ধ বাবাজীরা কী যে খুশি হয়েছিলেন! তা বুঝানো যাবে না। এসআই জাহিদের এ ঘটনা ফেইসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তাকে ধন্যবাদ জানানো হচ্ছে। প্রত্যেককেই অসহায়দের পাশে এভাবে দাঁড়ানো উচিৎ বলে মনে করেন সুধীমহল।