জমি দখলের অভিযোগে ভালুকায় আ’লীগ নেতার বিরুদ্ধে আদিবাসীদের মানববন্ধন, নেতার দাবি সম্মেলনের আগে ষড়যন্ত্র
-
Reporter Name
- Update Time : ১২:২২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- ৯৭ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ করেছে স্থানীয় আদিবাসি নারীপুরুষ। উপজেলা আদিবাসি সম্প্রদায়ের উদ্যোগে গতকাল সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে, মানববন্ধনের পরপরই সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামীলীগের ওই নেতা জমি দখলের বিষয়টি অস্বীকার করে দাবি করেন, উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে করা ওই মানববন্ধন তার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্র।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার নারাঙ্গী এলাকায় আদিবাসিদের জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে গতকাল সোমবার দুপুরে ভালুকা সদরে মানববন্ধন করে আদিবাসীরা। ওই মানববন্ধনে আদিবাসিদের জমি জবরদখল ও মিথ্যা মামলার বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে দায়ী করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, ভালুকা শাখা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মহেন্দ্র বর্মণ।
এদিকে, স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে জমি দখলের বিষয়টি অস্বীকার করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দাবি করেন, ভালুকা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে করা ওই মানববন্ধন তার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্র। তাকে আওয়ামীলীগের পদপদবী থেকে দূরে রাখার জন্যে এটি একটি চক্রান্তের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‘কারো জমি দখল তো দূরের কথা আমার দীর্ঘ জীবনে আমি কারো কোন অনিষ্ট করিনি এবং উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় দুর্নীতির আশ্রয় নিইনি।’ ওই ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এশিয় কুবি ও সুহার্তু রুরাম জানান, তারা মানববন্ধনে অংশ নিলেও মানববন্ধনের বিষয় সম্পর্কে অবগত ছিলেন না।