শিরোনামঃ
,, সেই তুমি,,
-
Reporter Name
- Update Time : ১২:০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- ৬০ Time View

মোঃ পারভেজ মাসুদ
সেই তুমি আজ কত দূরে,,?
যে তুমি ছিলে হৃদয় মন্দিরে,,,
আজও মনে পড়ে,
গালে টোল পড়া হাঁসি,,?
হৃদয় হরণ করা মায়াবী মুখ,
মোর জীবনে দিয়েছিলে স্বর্গীয় সুখ,,,
সেই তুমি আজ কত দূরে,?
নিজের জীবন সুখী করে,,,,
আজ অন্যের ঘরের রানী,,
সেই তুমি আজ পৃথিবীতে আদর্শ এক নারী,,,?
আর আমি এক ব্যর্থ, নিরুপায় ক্লান্ত পুরুষ,,?
সেই তুমি আজ মহা সুখে,,,?
তোমার স্মৃতি আজও আমার হৃদয়ে বাসে,,,
সেই তুমি আজ কত পাষাণ,,?
, প্রতি রাতে আমার দুই আঁখি
আজও জলে বাসে,,,,
সেই তুমি আজ অন্যের প্রিয়া,,?
মোর শূন্য হৃদয়ে খনিকেই ভালোবেসে ফেলেছিলে,,?
সেই তুমি আজও আমার প্রিয়া,,,
মোর জীবনে তুমি ছাড়া আমি বড় একা,,,,??
Tag :
কবিতা
জনপ্রিয়