সারাদেশের সাথে একযোগে খাগড়াছড়িতেও বৈকালীন প্র্যাকটিস’র শুভ উদ্বোধন
-
Reporter Name
- Update Time : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- ১৬৯ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
দেশের সরকারি হাসপাতালে রোগীদের বৈকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে জেলা পর্যায়ে ১২টি এবং উপজেলা পর্যায়ে ৩৯টি হাসপাতালে সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকাল ৩ টার সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে, ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালীন চেম্বার’ কার্যক্রমের শুভ
উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে তত্তাবধায়ক ডা: শহিদ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন -খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,
বিশেষ অতিথি ছিলেন -চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক ডা: মো: মহিউদ্দীন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের,খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য এম.জব্বার,সদর হাসপাতালের আরএমও ডা:রিপল বাপ্পী চাকমা,ডা:জয়া চাকমা,ডা:পূর্ণ জীবন চাকমা,ডা:সুবল জ্যোতি চাকমা,ডা :রাজেন্দ্র ত্রিপুরা, ডা:ওমর ফারুক,ডা:রাজর্ষি, ডা: নিউটন চাকমা,ডা:সাইফুল ইসলামসহ বিভিন্ন ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিক।
ডা:মো:মহিউদ্দিন বলেন-
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান ও উপস্থিতি অনেক ভালো,বিশেষ করে গাইনী
ডা:জয়া চাকমা ও আরএমও রিপল বাপ্পী চাকমার প্রসংশা করেন,আপনাদের জেলা সদরের চিকিৎসার মান অন্যজেলার তুলনায় শত গুণ ভালো।
ডা:শহিদ তালুকদার বলেন – খাগড়াছড়িবাসী আজকে থেকে জেলা সদর হাসপাতালে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা ও ল্যাব সেবা নিতে পারবেন,এই ক্ষেত্রে ডাক্তারদের শ্রেণীভেদে ভিজিট হবে কনসাল্টেন্ট ফি- ৩০০ টাকা,
এমবিবিএস ও সমমান ফি- ২০০ টাকায় প্রাইভেট চেম্বারের মত চিকিৎসা সেবা পাবে রোগীরা।
কয়েক জন রোগীর সাথে কথা বলে জানা যায় যে -রোগী আমরা এমন সেবা পাচ্ছি তাই বাংলাদেশ সরকারের প্রতিকৃতৃজ্ঞ,আমরা বিকালেও হাসপাতালে এসে অল্প খরচে বড় ডা:দেখাতে পারবো,খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক দের ধন্যবাদ জানাই।