শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সম্মাননা স্মারক পেলেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন
-
Reporter Name
- Update Time : ০৮:০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- ১২৪ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন।
পুলিশ সুপার, ময়মনসিংহ মাছুম আহাম্মদ ভূঞার সভাপতিত্বে রবিবার (১৯ মার্চ) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স-এর শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ ফেব্রুয়ারী-২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় পুলিশ সুপার ফেব্রুয়ারি ২০২৩ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে পুরস্কার প্রদান করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর হাতে ক্রেস্ট ও স্মারক তুলে দেন।
এছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ময়মনসিংহ; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার), কোতোয়ালী মডেল থানা, শ্রেষ্ঠ এসআই আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা; শ্রেষ্ঠ এএসআই মোজাম্মেল হক, গফরগাঁও থানা; শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম, ভালুকা মডেল থানা; শ্রেষ্ঠ টিএসআই হিসেবে এনামুল হক, সদর ট্রাফিক, ময়মনসিংহগণকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ময়মনসিংহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করেন।