শ্রীপুর পরিবহন শ্রমিকদের মাঝে খাবার পানি ও গ্লুকোজ বিতরণ
-
মোঃ সাকিব খান
- Update Time : ০১:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- ১৪০ Time View

মোঃ সাকিব খান মাগুরা জেলা প্রতিনিধি বর্তমানে সারাদেশে তাপমাত্রার পরিমাণ মাত্রাতিরিক্ত বেশি হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেশ বেড়েছে। তার উপর বিদ্যুৎ সংকট যেন দেশে তৈরি করেছে এক অসহনীয় পরিস্থিতি। এমতাবস্থায় যখন আমাদের পরিবহন শ্রমিক ভাইয়েরা অসহনীয় তাপমাত্রাকে অগ্রাহ্য করে পথে নেমেছে আমাদেরকে ঠিক সময়ে ঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য, সেই সাথে চলছে ট্রাফিক পুলিশদের অক্লান্ত পরিশ্রম, সেখানে তাদের অপরিসীম ধৈর্য ও পরিশ্রমকে নিসআ সর্বদা সম্মান জানায়। আর তাই এই তীব্র দাবদাহ গরমে পরিবহন শ্রমিকদের মাঝে পানি ও গ্লুকোজ বিতরণ করার মাধ্যমে “নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)”-মাগুরা জেলা শাখা চেষ্টা করছে তাদের পাশে থাকার। ২ই মে সকালে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), মাগুরা জেলার পক্ষ থেকে শ্রীপুর-দারিয়াপুর সড়কে যাওয়া আসা করা পরিবহন শ্রমিকদের মাঝে খাবার পানি ও গ্লুকোজ বিতরণ করা হয়। উক্ত আয়োজনে পরিবহন খাতের সেবকদের নিমিত্তে স্বেচ্ছাসেবার মাধ্যমে #নিসআ মাগুরা জেলা সবাইকে আবারও মনে করিয়ে দিতে চায় যে, ছাত্ররা সড়কখাতের সেবকদের বিরোধী শক্তি নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় মূলত সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে সুশৃঙ্খল নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। মুজাহিদ মুসল্লী সভাপতি, নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), মাগুরা জেলা শাখা।