শিরোনামঃ
শেষ বিকেলে আমি
-
Reporter Name
- Update Time : ১০:৫১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৪৫ Time View

পারভেজ মাসুদ
শেষ বিকেলে একলা আমি ছুটে চলি একা,
প্রতিদিন কর্মের কারণে আজ বিকেল হল ফাঁকা,,,
আজাও আমি হারিয়ে যাই শেষ বিকেলে,,
রেখে যাওয়া স্মৃতি গুলো আমায় যে কাছে টানে,,
তারি মাঝে দেখি আমি কিশোর বেলার ছবি,
হৃদয়ে আছে শেষ বিকেল আর আছে বসন্ত,,
হৃদয়ে হৃদয় মিলে হলো আজ প্রশান্ত,,,
নেই কোন চাওয়া পাওয়া শেষ বিকেলের কাছে,
সে যে আমায় নিয়ে গেছে যৌবনের শেষে,,
আজও আমি খুজি হারিয়ে যাওয়ার স্মৃতি,,
শেষ বিকেল দিবে কী আমার অতীতের ছবি,?
সূন্য হৃদয়ে আজও আছে শেষ বিকেল,
ভালোবাসার বন্ধনে কেটে যাবে হাজারও বিকেল,,
কাল নিশিতে আজন্ম আমি একা,
আবার হবে এই শেষ বিকেলে দেখা,,,?
Tag :
কবিতা
জনপ্রিয়