রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন
-
Reporter Name
- Update Time : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- ২১৫ Time View

গোলাম কিবরিয়া পলাশঃ
একটি বাচ্চা ছেলেকে দিয়ে স্বাধীনতার বিরুদ্বে যদি কাজ করে একজন সাংবাদিক এবং শিশুটিকে ভুল তথ্য শিখিয়ে সংবাদ পরিবেশ, এমনটা আমাদের সাংবাদিকদের চরম ভাবে সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। যা আমাদের জন্য লজ্জাজনক।
সাংবাদিকরা সততা ও স্বচ্ছতা বজায় না রেখে ইচ্ছে মত ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করে রাষ্ট্রের ক্ষতি করবে এটা মোটেও কাম্য নয়। বেসিক রিপোর্টিং সেন্স, সংবাদ লেখা, সংবাদ সংগ্রহ, প্রযুক্তি জ্ঞান থাকা, মানবিক দক্ষতা, সংবাদ সম্পাদনার মত বেসিক ও মৌলিক বিষয়গুলো শিখে, জেনে, বুঝে প্রয়োগ করা হচ্ছে কি না সে দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন নেতৃবৃন্দ।
এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য একটি কালো আইন। এভাবে সাংবাদিদের নামে মামলা করলে সরকারের জন্য ক্ষতিকর হতে পারে। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানী করার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
অবিলম্বে গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।