Hi

ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার: ৬টি ইজিবাইক উদ্ধার এবং আসামিদের প্রাইভেটকার জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • ৮৯ Time View

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

যশোর জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার এবং ৬টি ইজিবাইক উদ্ধার করাসহ আসামিদের চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে। ১৩ মার্চ বিকালে যশোর শহরের নিউ মার্কেট এলাকা থেকে রায়হান (২০) এবং খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম সরদার (২৭) কে গ্রেফতার করেন।

 

যশোর জেলার ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর শহর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি,ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এঁর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নেমে ইতোপূর্বে ৪জন ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই ইজিবাইক উদ্ধার করাসহ চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেন।
তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে যশোর কোতোয়ালি মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের এক ইজিবাইক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেন। পরবর্তীতে রায়হানের স্বীকারোক্তিতে চাঁদপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার এবং সিতারামপুর থেকে তাদের চুরি, ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৫-৬৫১৪ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করেন। তারপর রায়হানকে সাথে নিয়ে খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামের আরেক সদস্যকে গ্রেফতার করেন এবং আরো ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো যশোর কোতোয়ালি থানার রামনগর ধোপাপাড়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে রায়হান (২০) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা সরদারপাড়ার সাহিদুল সরদারের ছেলে সাদ্দাম সরদার (২৭)।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের সদস্য। আসামিরা পরস্পর যোগসাজশে তাদের ব্যবহৃত প্রাইভেটকারযোগে বিভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি, ছিনতাই করে থাকে মর্মে তথ্য পাওয়া যায়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার বলেন, ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার এবং চুরির ৬টি ইজিবাইক উদ্ধার করাসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। যশোরের সুযোগ্য পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত জেলা গড়ার লক্ষে এবং যেকোন সংঘঠিত অপরাধের রহস্য উদঘাটন ও মোকাবেলায় ডিবি পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আখতারুল আলম ফারুক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহীনুর মল্লিক জীবন

যশোরে ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার: ৬টি ইজিবাইক উদ্ধার এবং আসামিদের প্রাইভেটকার জব্দ

Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা)

যশোর জেলার ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার এবং ৬টি ইজিবাইক উদ্ধার করাসহ আসামিদের চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেছে। ১৩ মার্চ বিকালে যশোর শহরের নিউ মার্কেট এলাকা থেকে রায়হান (২০) এবং খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম সরদার (২৭) কে গ্রেফতার করেন।

 

যশোর জেলার ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর শহর এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে একাধিক ইজিবাইক চুরি,ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এঁর নির্দেশে ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এঁর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নেমে ইতোপূর্বে ৪জন ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও চোরাই ইজিবাইক উদ্ধার করাসহ চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করেন।
তারই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে যশোর কোতোয়ালি মডেল থানার নিউ মার্কেট এলাকা থেকে রায়হান নামের এক ইজিবাইক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেন। পরবর্তীতে রায়হানের স্বীকারোক্তিতে চাঁদপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার এবং সিতারামপুর থেকে তাদের চুরি, ছিনতাই কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৫-৬৫১৪ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করেন। তারপর রায়হানকে সাথে নিয়ে খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামের আরেক সদস্যকে গ্রেফতার করেন এবং আরো ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলো যশোর কোতোয়ালি থানার রামনগর ধোপাপাড়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে রায়হান (২০) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা সরদারপাড়ার সাহিদুল সরদারের ছেলে সাদ্দাম সরদার (২৭)।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের সদস্য। আসামিরা পরস্পর যোগসাজশে তাদের ব্যবহৃত প্রাইভেটকারযোগে বিভিন্ন স্থানে গমন করে চক্রের সদস্যের মধ্যে কয়েকজন ইজিবাইক ভাড়া করে পথিমধ্যে কৌশলে চুরি, ছিনতাই করে থাকে মর্মে তথ্য পাওয়া যায়।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রূপন কুমার সরকার বলেন, ইজিবাইক চুরি, ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার এবং চুরির ৬টি ইজিবাইক উদ্ধার করাসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। যশোরের সুযোগ্য পুলিশ সুপারের দিক-নির্দেশনায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত জেলা গড়ার লক্ষে এবং যেকোন সংঘঠিত অপরাধের রহস্য উদঘাটন ও মোকাবেলায় ডিবি পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।