ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন
-
Reporter Name
- Update Time : ০৫:৫৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- ১৫৪ Time View

ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এই থানায় যোগদান করার পর থেকেই পেশাদারিত্বের সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন তিনি।
পুলিশ সূত্র জানিয়েছে,মামলা তদন্ত,মাদক উদ্ধার,গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকশ দক্ষতার অর্জন করাই শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃকামাল হোসেন কে নির্বাচিত করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর সভাপতিত্বে কনফারেন্স রুমে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে স্বীকৃতিস্বরূপ সনদ ও ক্রেষ্ট তুলে দেন।
অনুভূতি জানিয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন,আমার এই অর্জনের পেছনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ ভালুকা মডেল থানার পুলিশের সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে।পাশাপাশি ভালুকার জনগনের সর্বোচ্চ সহযোগীতা পেয়েছি। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। সভায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। এছাড়াও দায়িত্বশীল কাজের জন্য ০২ জন এবং মানবিক কাজের জন্যে ০১ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সভাপতি মহোদয় সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের কথা শোনেন ও সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।