ময়মনসিংহে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে মাসিক ও ২য় ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ১২:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- ১৬০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) তারিখ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিস কর্তৃক আয়োজিত জুন/২০২২ মাসের মাসিক ও ২য় ত্রৈমাসিক (এপ্রিল—জুন/২০২২) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ এনামুল কবির,অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ রেঞ্জ অফিস, মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ময়মনসিংহ জেলা, মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ অফিস, মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার, নেত্রকোনা, মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুলিশ সুপার(শেরপুর), মোঃ নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার (জামালপুর), মোহাম্মদ নাইমুল হাছান ,পুলিশ সুপার (টুরিস্ট পুলিশ) ময়মনসিংহ, মোঃ আনিচুর রহমান,বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ময়মনসিংহ , জান্নাত আফরোজ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা, আব্দুল্লাহ আল মাহমুদ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন সার্ভিস ট্রেনিং সেন্টার,শেরপুর সহ রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
এ সময় ডিআইজি, ময়মনসিংহ মহোদয় আগত কর্মকর্তাদের আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।