ময়মনসিংহে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদকে অর্ন্তভুক্তির দাবীতে মানববন্ধন
-
Reporter Name
- Update Time : ১২:৩৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
- ১৪০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
লাল সবুজের পতাকায় মাহমুদউল্লাহ রিয়াদকে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে অর্ন্তভুক্তির দাবীতে মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসী।
জানা গেছে, রবিবার (১৮ সেপ্টেম্বর ২০২২) তারিখ বিকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউসের আবুল মুনসুর সড়কের ক্রিড়াঙ্গন পল্লীতে ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসীর আয়োজনে লাল সবুজ পতাকায় মাহমুদউল্লাহ রিয়াদকে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে চাই, বলে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, কবি আবুল কালাম আজাদ, বাউল শিল্পী মিজান, কবি ও সাংবাদিক রাশিদ আহমেদ, সাংবাদিক প্রদীপ বিশ্বাস, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশ, সাংবাদিক এনামুল হক ছোটন, সাংবাদিক আশিকুর রহমান মিঠু, সাংবাদিক খোকন সাহা, সাদ্দাম প্রমূখ।
এ সময় ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসীর পক্ষে বক্তব্যে বক্তারা বলেন মাহমুদউল্লাহ রিয়াদকে টি- টোয়েন্টি বিশ্বকাপ দলে চাই। মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেন। এসময় ক্রিকেটপ্রেমী ময়মনসিংহবাসীর পক্ষ থেকে অনেকেই উপস্থিত ছিলেন।