মসিকে ৫ থেকে ১১ বছর বয়সীদের কোভিড ১৯ টিকার ২য় ডোজ শুরু
-
Reporter Name
- Update Time : ১০:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- ১৩৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ রবিবার (২৩ অক্টোবর ২০২২) তারিখ থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে।
এ পর্যন্ত মসিকের ৫ থেকে ১১ বছর বয়সী কোভিড ১৯ টিকা নেওয়া প্রায় ৬২ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় আজ থেকে নির্ধারিত বিদ্যালয়সমূহে এ কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে বিদ্যালয়সমূহের টিকা কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। তিনি জানান, আজ থেকে শুরু হয়ে ১২ কর্মদিবস স্কুল পর্যায়ে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। এরপরও কেউ বাদ পড়লে ওয়ার্ড পর্যায়ে পরবর্তী ২ দিন শিশুদের টিকা প্রদান করা হবে।
তিনি আরও জানান, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় সুষ্ঠুভাবে শিশুদের ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২য় ডোজ টিকা প্রদানও সুষ্ঠুভাবে আওম্পন্ন হবে।
আজ পরিদর্শনকালে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।