ময়মনসিংহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ এবং মতবিনিময়
-
Reporter Name
- Update Time : ১০:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- ৯৭ Time View

ময়মনসিংহ (সদর) প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় খাগডহর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ ও কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক (বীজ) মো: আবু জুবাইর হোসেন বাবলু, বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানু, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্পের মনিটরিং অফিসার নাজমুল হাসান, প্রকল্পের ডিপিডি মো: মোস্তফা কামাল ছিল উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী, কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেহেদী হাসান তরফদার এর সঞ্চালনায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৃষকদের সাথে মতবিনিময় শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে বীজ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক (বীজ) মো: আবু জুবাইর হোসেন বাবলু ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমানোর জন্য কৃষিকদের সরিষার উৎপাদন বৃদ্ধির জন্য উৎসাহ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু সভাপতির বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ এবং কৃষক-কৃষাণী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার গনমাধ্যমকর্মী, বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষানীবৃন্দ প্রমুখ।
এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক (বীজ) মো. আবু জুবাইর হোসেন বাবলু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু,, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ জেলার উপপরিচালক ড. মোছা: নাছরিন আক্তার বানু, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, প্রকল্পের মনিটরিং অফিসার নাজমুল হাসান, ময়মনসিংহ সদর উপজেলা কৃষি অফিসার জুবায়রা বেগম সাথী বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তাবৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলার চুরখাই ইউনিয়নের কৃষক আল আমীনের স্থাপিত পলিনেট হাউজ পরিদর্শন করেন। স্থাপিত প্রদর্শনীর বিষয়ে অতিরিক্ত সচিব সহ সকলেই সন্তুষ্টি প্রকাশ করে উপস্থিত কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।