ময়মনসিংহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচ এস সিতে পাসের হার ৮০.৩২ শতাংশ
-
Reporter Name
- Update Time : ০৫:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- ১০০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচ এস সিতে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৮ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭ হাজার ৬৮৭ জন।
আজ বুধবার (০৮ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামছুল ইসলাম। তিনি জানান, বোর্ডের অধীনে ৪ জেলায় ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী।তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৪৬ জন, মানবিক শাখা থেকে ১ হাজার ১২৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৫৭ জন শিক্ষার্থী।
এবারের এইচ এস সি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছেলের সংখ্যা ২৪ হাজার ২৯০ জন (পাসের হার ৮০ দশমিক ২৪) এবং মেয়ে ২৫ হাজার ১১৬ জন (পাসের হার ৮০ দশমিক ৩৯)।এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে দুই হাজার ৩৯৭ জন ছেলে এবং ২ হাজার ৬৩১ জন মেয়ে রয়েছে।