ময়মনসিংহে বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
-
Reporter Name
- Update Time : ০২:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- ১১৭ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন দিয়েছে আদালত, সোমবার (২৫ জুলাই ২০২২) তারিখ দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. হেলাল উদ্দিন ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় চাঞ্চল্যকর বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় এই রায় ঘোষনা করেন, দন্ডপ্রাপ্তরা হলো সুমন ওরফে পেটকাটা সুমন, কামরুল হাসান ও সারোয়ার হোসেন শাওন, দন্ডপ্রাপ্ত আসামীদের মাঝে সুমন ওরফে পেটকাটা সুমন এখনো পলাতক রয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালের ২ জুন নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যাকরে বিশ্বজিৎ কুন্ডুকে, পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা করেন, তদন্ত শেষে ৩ জনের নামে মামলার চুড়ান্ত চার্জশিট দেয় পুলিশ, আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান এই রায় দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী বীর মুক্তিযোদ্ধো মো. কবির উদ্দিন ভুইয়া এবং আসামী পক্ষে পীযুস কান্তি সরকার ও সাজ্জাদুর রহমান আকন্দ মামলাটি পরিচালনা করেন।