Hi

ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রায় আড়াই হাজার মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২১ Time View

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮ টায়। এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়া ই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লীরা জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করা হয়। আঞ্জুমান ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মুফিদুল আলম, বিএনপির সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিমসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। প্রধান জামাতে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। বড় বড় জামাতের স্থানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশকে টহল দিতে দেখা যায়। পরে তারা দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশা করেন। নামাজ শেষে আমিনুল ইসলাম নামে এক মুসল্লী বলেন, ঈদুল আজহার সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে করে দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। নাজমুল ইসলাম নামে আরেক মুসল্লী বলেন, ত্যাগের মহীমায় হোক আমাদের ঈদের আনন্দ। হানাহানি বিদ্বেষ ভুলে আমরা সকলে এক হয়ে দেশ ও জাতির মঙ্গলকামনায় কাজ করব। শুভেচ্ছা বক্তব্যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্প্রতি বজায় রাখার আহবান জানান জেলা প্রশাসক মুফিদুল আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মুক্তাগাছায় মোবাইল ল্যান্ড ক্লিনিক অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রায় আড়াই হাজার মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত

Update Time : ১০:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

 গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টায় নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৮ টায়। এ ছাড়া নগরীর বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনুর মার্কাস মসজিদ, মোমেনশাহী সেনানিবাস, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ জেলার ১৩টি উপজেলায় প্রায় আড়া ই হাজার স্থানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজের নির্ধারিত সময়ের পূর্বেই মুসল্লীরা জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করা হয়। আঞ্জুমান ঈদগাহ মাঠে জেলা প্রশাসক মুফিদুল আলম, বিএনপির সহ-সাংগঠনিক আবু ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিমসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লীরা অংশগ্রহণ করেন। প্রধান জামাতে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। বড় বড় জামাতের স্থানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশকে টহল দিতে দেখা যায়। পরে তারা দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশা করেন। নামাজ শেষে আমিনুল ইসলাম নামে এক মুসল্লী বলেন, ঈদুল আজহার সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা। এতে করে দেশের শান্তিশৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। নাজমুল ইসলাম নামে আরেক মুসল্লী বলেন, ত্যাগের মহীমায় হোক আমাদের ঈদের আনন্দ। হানাহানি বিদ্বেষ ভুলে আমরা সকলে এক হয়ে দেশ ও জাতির মঙ্গলকামনায় কাজ করব। শুভেচ্ছা বক্তব্যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্প্রতি বজায় রাখার আহবান জানান জেলা প্রশাসক মুফিদুল আলম।