ময়মনসিংহের চরাঞ্চলে অনুষ্ঠিত হয় রশি টানাটানি প্রতিযোগিতা
-
Reporter Name
- Update Time : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
- ১১০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
বিনোদন মনে আনন্দ এনে দেয় মনে করে একদল বিনোদন প্রেমী আনন্দফুর্তি উপভোগ করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে। এরই অংশ হিসেবে আনন্দ ক্লাব এর উদ্দ্যোগে আজ শনিবার (১৮মার্চ ২০২৩) তারিখ দুপুরে রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের উত্তর পাশে চর আনন্দীপুর বাগানে অনুষ্ঠিত হয় রশি টানাটানি প্রতিযোগিতা। এরই পাশাপাশি আরও অন্যান্য খেলার মধ্যে বাজনার তালে তালে বল বদল, ছোটদের বিস্কুট দৌড় ছাড়াও বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৫নং সিরতা ইউনিয়ন পরিষদ, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফয়জুর রহমান (ফজলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সাঈদ।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বড়বিলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।