মধুপুরে শারীরিক প্রতিবন্ধী ছাত্রীকে কম্পিউটার প্রদান
-
Reporter Name
- Update Time : ০৪:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
- ১১৮ Time View

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাই্লের মধুপুরে আদিবাসী সম্রদায়ের শারীরিক প্রতিবন্ধী ছাত্রী উর্মি রেমাকে কম্পিউার প্রদান করেন উপজেলার সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগন। মঙ্গলবার(১০ জানুয়ারী) বিকেলে সুনামগন্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মধুপুরের মহিষমারার গজারীচালা গ্রামের অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উর্মী রেমার বাড়ীতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া চালা গ্রামের গ্রাম প্রধান মিখায়েল রেমা। এসময় উপস্হিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি আঃ সাত্তার, প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম, সহকারী শিক্ষক আবুল হাছান, মাকসুদা সুলতানা ,খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বশির আহমেদ, সহ সকল শিক্ষক কর্মচারীগন , জয়েনশাহী গজারীচালা সভাপতি লিও চিছাম, গজারীচালা উপপ্যারিশ সভাপতি প্রনয় চিছাম, উর্মির বাবা তিরাসন সাংমা, মা মেরিনা রেমা সহ এলাকার গন্যমান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য উর্মি রেমা ২০১৪ সালে সুনামগঞ্জ গারোবাজার পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, ২০১৬ সালে ময়মনসিংহ মিন্টু কলেজ থেকে এইচএসসি পাস করে মানব সেবার ব্রত নিয়ে ২০১৭ সালে সে নার্সিং কলেজে ভর্তি হয়। এ সময়ে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শরীরের নিম্নাংশ অবশ হয়ে যায় এবং পঙ্গুত্ববরণ করেন।
সংবাদ পেয়ে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সোলায়মান সেলিম তাকে দেখতে যায়। তার সার্বিক অবস্হা জেনে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে কম্পিউটার প্রদানের জন্য উদ্যোগ গ্রহন করেন।