ভালুকায় কিশোরসহ তিনজনের লাশ উদ্ধার
-
Reporter Name
- Update Time : ১১:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- ১৩৬ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় এক কিশোর সহ তিনজনের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা ও হাইওয়ে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে বিভিন্ন সময়ে লাশগুলো উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে খিরু ব্রিজের দক্ষিনপাড়ে মহসড়কের পূর্ব পাশে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৪০) পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। অপর দিকে মডেল থানা পুলিশ উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের কইড়তলা নিজ বাড়ি থেকে স্থানীয় রফিকুল ইসলামের ছেলে হাসান মিয়ার (১৭) ও একই ইউনিয়নের জামিরদিয়া বাবুল মিয়ার ভাড়া বাসা থেকে আছিয়া আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। আছিয়া আক্তার নরসিংদী জেলার রায়পুর উপজেলার বড়চর সর্দারবাড়ী আমির হোসেনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়ায় বসবাস করে একটি দর্জির দোকানে সেলাইয়ের কাদজ করতেন। ময়না তদন্তের জন্য লাশ তিনটি ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আছিয়া আক্তার ফাঁসিতে ও কিশোর হাসান মিয়া বিষপানে আতœহত্যা করেছে বলে পুলিশ জানায়। তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ ও ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।