ভালুকায় হাওলাতি টাকা পরিশোধের পুনরায় টাকা দাবি, মারধর করে দোকান হরিলুট
-
Reporter Name - Update Time : ০১:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- ১৪০ Time View

শিপন রানা ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় হাওলাতি টাকা পরিশোধের পরেও পুনরায় টাকা দাবি, না দেওয়ায় মারধরসহ দোকানের ১৫ লাখ টাকার আসবাবপত্র হরিলুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিজান ফার্নিচার ইলেক্ট্রনিক নামের এক দোকান দিয়ে ব্যবসা করিয়া আসছিলো ময়মনসিংহ সদর থানার অষ্টদার এলাকার হাসমত আলীর ছেলে মিজান মিয়া।
গত ০৯ মাস পূর্বে মিজান মিয়া ওই এলাকার আবু তাহেরের মার্কেটে দোকান ভাড়া নিয়ে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন লোকজনদের নিকট হইতে হাওলাদ হিসাবে টাকা ধার নেয়। পরবর্তীতে গত ইং ২৫/০২/২০২৩ তাং স্থানীয় ভাবে দরবার শালিশ করিয়া সাবেক মেম্বার জামাল উদ্দিন এর উপস্থিতিতে বিবাদীদের পাওনা টাকা বুঝাইয়া দেওয়া হয়।
ঘটনার দিন ২৬/০২/২০২৩ তারিখে স্থানীয় আলম মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), রমজান হাজীর ছেলে সুজন (৩২), হারুন মিয়া (৩০) ও মোস্তফা (২৫), ভাড়াটিয়া আবু তাহের (৪০) সহ অজ্ঞাত নামা ৪/৫ জন পুনরায় টাকা দাবি করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানকে উল্লেখিত ব্যাক্তিরা এলোপাথাড়ি মারপিট করে। এসময় মিজানের স্ত্রী সাবিনা আক্তার এগিয়ে আসলে তাকেও মারপিট করে।
ভুক্তভোগী মিজান মিয়া জানায়, এসময় মারপিট করে ক্যাশে থাকা ৫০ হাজার টাকাসহ দোকানের ১৫ লাখ টাকার আসবাবপত্র হরিলুট করে নিয়ে যায় তারা।
ওই এলাকার সাবেক মেম্বার জামাল উদ্দিন জানান, উল্লেখিত ব্যাক্তিরা ইতোপূর্বেও এমন কয়েকটা ঘটনা ঘটিয়েছে। শালিসে সকলের উপস্থিতে সবার পাওনা টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার পরও এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তিনি।
এ ঘটনায় অভিযোগের তদন্তকারী ভালুকা মডেল থানায় এসআই করিম জানান, ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
















