ভালুকায় হত্যা মামলার আসামী শ্রীপুর থেকে গ্রেপ্তার
-
Reporter Name
- Update Time : ০৫:৪০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ২৭ Time View

ভালুকা (ময়মনসিংহ্)প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় হত্যা মামলার আসামী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি থেকে ১৩ জুন বিকালে গ্রেফতার গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ হতে জানা যায় যে,গত ৬ জুন সকালে ঈশ্বরগঞ্জ থানার উজান চর নওপাড়া আব্দুল বারেক উরফে জলিল ছেলে মোঃ স্বপন মিয়া (৩৭) তার স্ত্রী সাবিনার (৩৫) কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫শত টাকা চায়। সাবিনা টাকা দিতে অস্বীকার করায় স্বামী—স্ত্রীর মাঝে ঝগড়া হয়। সাবিনা তখন তার ভাড়া বাসার রুমের ফ্লোরে বসা ছিলো। এক পর্যায়ে স্বপন মিয়া ফ্রিজের পাশে থাকা ‘শিলা দিয়ে সাবিনার মাথায় জোরে ২/৩ টা বারি মারে এবং বটি দা দিয়া কুপ দেয়। এতে মাথা থেকে রক্ত বের হতে থাকে এবং সাবিনা ২/৩ মিনিটের মধ্যেই মারা যায়। স্বপন মিয়া নিহতের লাশ ঘরে থাকা খাটের নিচে রেখে স্ত্রীর মোবাইল নিয়ে ঘরের বাইরে থেকে তালা দিয়ে স্বপন মিয়া প্রথমে সীডস্টোর থেকে ঈশ্বরগঞ্জ পরে তার মেয়ের বাড়ি হয়ে তার মামার বাড়ি চর লক্ষীপুর, নান্দাইল চলে যায়। ১৩ জুন বিকালে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি থেকে তাকে গ্রেফতার করেন।
অভিযান পরিচালনা করেন, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আমিনুল হক , এসআই গোবিন্দ দাস ও এ এস আই আনোয়ার—২ ।
ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ন কবির জানান, ঈশ্বরগঞ্জ থানার উজান চর নওপাড়া আব্দুল বারেক উরফে জলিল ছেলে মোঃ স্বপন মিয়া, স্ত্রী সাবিনার কাছে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ৫শত টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে স্বপন মিয়া তাকে শিলা ও দা দিয়ে হত্যা করে। ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।