ভালুকায় যুবলীগকর্মী মনিরুজ্জামান মামুনের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ
-
Reporter Name
- Update Time : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- ৮৯ Time View

শিপন রানা ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল দুইবারের সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ৯ এপ্রিল রোববার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল রাজধানী এন্ড বিরিয়ানি হাউজের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময়, উপস্থিত ছিলেন, যুবলীগ কর্মী ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান শরিফ, যুবলীগ কর্মী সাদিকুর রহমান সাদেক, শেখ মোহাম্মদ উজ্জল, আল ইমরান, রাসেল আহাম্মেদ, রুহুল আমিন, জাহাঙ্গির আলম, ফারুক খান উজ্জল, আকাশ, রিফাদ, হৃদয় প্রমূখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, আলু, পিয়াজ, ছোলা ইত্যাদি। উপজেলা ছাত্রলীগের সাবেক ২ বারের সফল সভাপতি ও বর্তমান যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুন বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই সাধারন সম্পাদক মোঃ মাইনুল ইসলাম খান নিখিল ভাইয়ের দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যৎতে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।