ভালুকায় ব্লাড ডোনার্স সোসাইটি মেদুয়ারী শাখার কমিটি গঠন
-
Reporter Name
- Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- ১৩৬ Time View

শিপন রানা, ভালুকা প্রতিনিধিঃ
একতা,সততা,মানবিকতা,ধার্মিকতা কে প্রতিপ্রাদ্য করে ময়মনসিংহের ভালুকায়
ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি মেদুয়ারি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক টিম গঠিত হয়েছে আজ গোধূলীলগ্নে মেদুয়ারি তালিমুস সুন্নাহ মাদরাসায় ।এ সময়
উপস্থিত ছিলেন,
মাওলানা আজিজুল হক সরকার, মুফতি আতিকুল ইসলাম শেখ, মাওলানা আবরারুল হক ফয়সাল , মাওলানা আতিকুর রহমান, মুফতি যাকারিয়া মাহমুদ, মাওলানা জাহিদুল ইসলাম , হাফেজ জামাল উদ্দীন,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লোকমান হেকিম সরকার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারী, আবুল কাশেম সরকার, মোবারক হোসেন মেম্বার, কায়সার আহমাদ কাজল, বুলবুল, নয়ন ।
ইত্তেফাক ব্লাড ডোনাল্ড সোসাইটি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
মাওলানা আশরাফুল আলম হাবিবী সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটির অন্যতম স্বেচ্ছাসেবক রিয়েল, রকি, রাকিব হাসান রাজু, জাকির হোসেন জাকারিয়া রমিজ রোহান,জাহিদ হাসান মামুন রহমান মুন্না
আরো উপস্থিত ছিলেন, মেদুয়ারি ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবক টিমের একঝঁাক উদ্যোমী মানবিক বন্ধুগণ।
মোঃ মাছুম বিল্লাহ কে টিম লিডার মোঃ রাশেদ কে সহকারী টিম লিডার, ওয়াসিম ও মাওলানা আবূ মূসা কে মডারেটর ঘোষণা করা হয়েছে ।