ভালুকায় দু’টি কারখানাকে ৭ লাখ টাকা অর্থদন্ড ও সিলগালা
-
Reporter Name
- Update Time : ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- ১৩ Time View

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় অনিয়মত্রান্তিক ভাবে পরিচালনার দায়ে শিংজুয়ান ও গ্যালি নামে দু’টি ব্যাটারী কারখানাকে ৭ লাখ টাকা অর্থদন্ড ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার (২ জুন) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ায় অবস্থিত শিংজুয়ান ও গ্যালি নামে দু’টি ব্যাটারী কারখানাকে ৭ লাখ টাকা অর্থদন্ড ও সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরির্দশক মাহবুবুর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, দু’টি ব্যাটারী কারখানাকে ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সমূদয় আইনকানুন মেনে এটিপি, সাউন্ড কন্সু্যলর ব্যবহার করে পুনরায় তারা কার্যক্রম শুরু করার মুচলেকা প্রদান করে। এর পূর্বে কোনভাবেই কার্যক্রম পরিচালনা করতে পারবে না।