বৃষ্টি উপেক্ষা করে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন -আখতারুল আলম ফারুক
-
Reporter Name
- Update Time : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ১৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত জঙ্গলবাড়ী নতুন বাজারে গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক। সোমবার(১৬ জুন) সন্ধ্যার পরে স্থানীয় বিএনপির আয়োজনে গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন তিনি। এসময় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন আখতারুল আলম ফারুক। পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য দলীয় মনোনয়নের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন, ভেদাভেদ ভূলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোটের জন্য মাঠে কাজ করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, উপজেলা বিএনপির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, আব্দুল আজিজ মেম্বার, বিএনপি নেতা ইদ্রিস আলী মেম্বার, রফিকুজ্জামান মাস্টার, আবুল কালাম মাস্টার, হেলাল উদ্দিন, রঞ্জন সরকার,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া,আব্দুল কুদ্দুছ, শ্রমিক দল নেতা রিপন হোসেন, রাসেল মিয়া, সাংস্কৃতিক দল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল ও ইয়াহিয়া হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আছিম-পাটুলী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।