Hi

ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাবার জোরে পুলিশের ওপর হামলা,বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানপুত্র গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • ১১২ Time View

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে একজন যুবক সেই পথ ধরে যাচ্ছিলেন। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় নিজেকে ‘চেয়ারম্যান পুত্র শুভর লোক’ বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এছাড়া আরও নানা প্রশ্ন করে পুলিশ। এক পর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় শুভকে এক নম্বর আসামিসহ আট জন নামীয় আসামি এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৫ ডিসেম্বর রাত ১টার দিকে সড়কে পুলিশ মোটরসাইকেল চেক করছিলো। এ নিয়ে তাদের লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে তাদের ১০-১৫ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন শেষে যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ করেন -আব্দুল কুদ্দুস

বাবার জোরে পুলিশের ওপর হামলা,বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যানপুত্র গ্রেফতার

Update Time : ১০:৩১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি ঃ-

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মাহমুদুল হাসান শুভ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাহমুদুল হাসান শুভ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে। এর আগে পুলিশের ওপর হামলার ঘটনায় তাকে এক নম্বর আসামি করে মামলা করেন বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর রাত ১২টার দিকে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এএসআই শফিউল্লাহসহ কয়েকজন পুলিশ সদস্য গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে একজন যুবক সেই পথ ধরে যাচ্ছিলেন। দায়িত্বরত পুলিশ মোটরসাইকেল থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় নিজেকে ‘চেয়ারম্যান পুত্র শুভর লোক’ বলে নিজের পরিচয় দেন ওই যুবক। এছাড়া আরও নানা প্রশ্ন করে পুলিশ। এক পর্যায়ে ওই যুবক চলে যান। এর কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের চার সদস্য আহত হন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চেয়ারম্যানের ছেলে শুভকে গ্রেফতারের আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় শুভকে এক নম্বর আসামিসহ আট জন নামীয় আসামি এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৫ ডিসেম্বর রাত ১টার দিকে সড়কে পুলিশ মোটরসাইকেল চেক করছিলো। এ নিয়ে তাদের লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। পরে তাদের ১০-১৫ জনের একটি দল এসে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।’