বয়েজ ক্লাব ভালুকার নয়া কমিটি গঠন; সভাপতি সাখাওয়াত পাঠান, সাধারণ সম্পাদক কাজল
-
Reporter Name
- Update Time : ০৭:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ২২ Time View

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকার ঐতিহ্যবাহী সংগঠন বয়েজ ক্লাব ভালুকার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা ওমর হায়াৎ খান নঈম ও উপদেষ্টা (প্রতিষ্ঠাতা) শামীউল হক শামীম এই নতুন কমিটি অনুমোদন দেন। সেইসাথে আগামী ৩০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাখাওয়াত হোসেন পাঠান, সহ-সভাপতি পদে রয়েছেন প্রবীর সরকার, প্রশান্ত কুমার শাহা বাবু ও মনিরুজ্জামান নয়ন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কায়সার আহমেদ কাজল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদুজ্জামান সুমন ও বাবুল আহাম্মেদ। দপ্তর সম্পাদক পদে রয়েছেন আবু রায়হান খান, কোষাধ্যক্ষ পদে রয়েছেন খালেকুজ্জামান রুবেল এবং ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন রানা পারভেজ (রিপন)। সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল বলেন, “ভালুকার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে খেলাধুলার মান উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা সকলে মিলে বয়েজ ক্লাবকে একটি সৃজনশীল ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্মে পরিণত করতে চাই।” নতুন কমিটি অনুমোদনের পর সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন পাঠান বলেন, “বয়েজ ক্লাব ভালুকা শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতার নাম। নতুন কমিটি সংগঠনের ঐতিহ্য ও গৌরব ধরে রেখে সমাজসেবামূলক ও খেলাধুলার মান উন্নয়ন মূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখবে।” সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটিকে দায়িত্ব পালনে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে, বয়েজ ক্লাব ভালুকা আগামীতেও সমাজের সেবায় নিয়োজিত থাকবে।