ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
-
Reporter Name
- Update Time : ০২:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- ১০০ Time View

ফুলবাড়িয়া প্রতিনিধি,
১লা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামন থেকে এক বিশাল র্্যালি বের করে পৌর শহরের মেইন রাস্তা প্রদক্ষিণ করে ভালুকজান তেলের পাম্পে সংক্ষিপ্ত বক্তৃতা করে প্রোগ্রাম শেষ করেন। বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আহবায়ক আক্তারুল আলম ফারুক এর নেতৃত্বে এক বিশাল গণজমায়েত সমাগম ঘটে। তারা শান্তি পূর্ণভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুল আলম ফারুক বলেন এই সরকারকে মানুষ আর চায় না। আমরা আন্দোলন করে এই সরকারকে উৎখাত করবো। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ মামুন,যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, যুগ্ম আহবায়ক শাহজাহান সিরাজ সাজু,যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম বাদল,যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মিজানুর রহমান পলাশ চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক শাহীনুর মল্লিক জীবন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাদশা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির আহবায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহবায়ক আবুল ফজল, যুগ্ম শাহজাহান সিকদার সাবেক কমিশনার, রুবেল আকন্দ, তানভীর আহমেদ, হুমায়ুন কবির প্রমুখ।