ফুলপুর বালিয়া এক শিশুকে বলাৎকার করাই ঘর জামাই পলাতক
-
Reporter Name
- Update Time : ০২:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ১৪১ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে ৮বছরের এক শিশু ছেলেকে বলাৎকার করার অভিযোগে ঘর জামাই মমতাজ আলীর নামে থানায় অভিযোগ হওয়ার পর থেকে পলাতক রয়েছে মমতাজ আলী ।
এলাকা সূত্রে জানা গেছে, শিশু আলিফ এর মা বাবার বিচ্ছেদ হবার পর থেকেই বালিয়া মধ্যপাড়া নানির বাড়িতে বসবাস করতেন। পরে স্থানীয় একটি মাদ্রাসায় পড়া অবস্থায় তার মায়ের বিয়ে হয়ে যায়। বাবা-মা কেউ আর খোঁজ খবর রাখেন না। এক পর্যায় মাদ্রাসা ছেড়ে স্থানীয় একটি হোস্টেলে কাজ করতো সে।
এ সুযোগে পাশের বাড়ির আসন আলীর মেয়ের জামাই লম্পট মমতাজ আলী(৪৫) সুযোগ নেন। প্রায় সময় শিশু ভিকটিমকে নামাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতেন। গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার রাতে আরাও নামাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলে শিশুটি আহত অবস্থায় বাড়িতে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে পাশের বাড়ির মমতাজ আলী (সম্পর্কে নানা,পিত্রালয় কিশোরগঞ্জ জেলা) তাকে বলাৎকার করে, মনতাজ আলী পরে ভিকটিম শিশুটিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রর্তমানে শিশুটি চিকিৎসাদিন রয়েছে। ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনা সততা নিশ্চিত করে বলেন , এ বিষয়ে থানায় একটি মামলা রুজ করা হয়েছে। মামলা নং (১২) মামলার তদন্ত দেয়া হয়েছে এস আই মোস্তাক আহমেদকে তিনি বলেন আসামী গ্রেফতার করার চেস্টা অব্যাহত আছে।