ফুলপুর উপজেলা মানবাধিকার কমিশন সদস্যদের পরিচিত ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৭:১৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- ১০৬ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার নব নির্বাচিত সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মানবাধিকার কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুনএর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক এ টি এম রবিউল করিম, মোস্তফা খান, এম এ মান্নান, মানবাধিকার কর্মী আকরাম হোসেন প্রমুখ।