ফুলপুরে স্কুল ভিত্তিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০১:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- ১১১ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাহাদুর আন্জুমান উচ্চ বিদ্যালয়ে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, মোবাইল ফোনে আসক্তি প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্যে, তিনি টিনেজারদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন এবং মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ এর কো-চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী, ফুলপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সম্পাদক ইকবালের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, ইকবাল, ইমরান, লাদেন সহ স্কাউট সদস্য বৃন্দ।