ফুলপুরে যানবাহনে চাঁদাবাজির অভিযোগ
-
Reporter Name
- Update Time : ০৪:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২
- ১৫৯ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ফুলপুরে যানবাহনে চাঁদাবাজির অভিযোগ এনে বন্ধের দাবিতে রোববার দুপুরে সংবাদ সম্মেলন হয়েছে।
অভিযোগে জানান, ফুলপুর পৌরসভার দিউ গ্রামের মানিক মিয়া ও তার লোকজন বালিয়ার মোড় আব্দুল মালেকের দোকানে অবস্থান নিয়ে রাস্তায় চলাচলকারী সকল যানবাহন থেকে ৪০ টাকা করে চাঁদা নিয়ে থাকে। যার প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়। উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেও সুফল মিলছে না। তাদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় অনেক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের চাঁদা আদায় বন্ধ ও বিচারের দাবিতে ফুলপুর বাসস্ট্যান্ড ঘাস ফড়িং রেস্টুরেন্টে এলাকাবাসির পক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শাহ্ জালাল বিপুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ রেজাউল হক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহাগ ও ঠাকুর বাখাই গ্রামের গাড়ী চালক হাবিবুর রহমান।
এ ব্যাপারে মানিক মিয়া, তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।