ফুলপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৩ ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা ও ১টি সিলগালা
-
Reporter Name
- Update Time : ১০:৪১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- ১৫২ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- মোঃ কামরুল ইসলাম খান
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের ফুলপুরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ডায়াগনোস্টিক সেন্টার জরিমানা ও একটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিতেষ চন্দ্র সরকার (১ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রতিষ্ঠানে নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকায় কারণে , সততা ডায়াগনস্টিক সেন্টার কে বিশ হাজার টাকা ,নেক্সাস ডায়গনিক সেন্টার কে বিশ হাজার টাকা , লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার কে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত, এসময় সততা ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা করা হয়েছ। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা , আরএমও ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, স্যানিটারী ইন্সপেক্টর মনজুরুল হক , ফুলপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন, এসআই মোঃ কবির প্রমুখ।