ফুলপুরে আঞ্জুমানের নির্বাচনে শাহজাহান-বাসার আকন্দ প্যানেল বিপুল ভোটে বিজয়ী
-
Reporter Name
- Update Time : ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
- ১৪১ Time View

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের পরিচালনা কমিটির নির্বাচন সোমবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হয়েছে । প্রতিষ্ঠানটি ১৯8৩ সনে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে শাহজাহান-বাসার আকন্দ প্যানেলের সকল প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছে। সকাল ১০ টা থেকে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের দ্বিতীয় তলায় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এতে ১৩০ জন ভোটারের মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো. মতিউর রহমান বিএসসি ও ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। ভোট গ্রহণ ও গণণা শেষে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী, উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুছ, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার ও ক্বারী মাওলানা শামছুদ্দীনসহ পোলিং এজেন্টগণ।
নির্বাচনে ঘোষিত ফলাফলে শাহজাহান-বাসার আকন্দ পরিষদের মোঃ শাহজাহান দেয়াল ঘড়ি নিয়ে ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাসেল আহমেদ রয়েল (প্রাইভেটকার) পেয়েছেন ২৭ ভোট। এড.আবুল বাসার আকন্দ বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ৭৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সেকান্দর আলী (টেবিল) পেয়েছেন ৪৮ ভোট।
কার্যকরি সদস্য পদে শাহজাহান-বাসার আকন্দ প্যানেলের ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, আমিনুল ইসলাম তালুকদার (খেলার বেট) ১১২ ভোট, আলহাজ্ব লুৎফর রহমান (গাভী) ১০৭ ভোট, মোঃ হারুন অর রশিদ (ঢেঁড়স) ১০৭ ভোট, মোঃ আব্দুল খালেক (আম) ১০৬ ভোট, মোঃ আব্দুর রাজ্জাক (মাছ) ১০৬ ভোট, শাহ মোহাম্মদ আলী (হাঁস) ১০৩ ভোট, মোঃ হাবিবুর রহমান (ফুটবল) ১০২ ভোট, হাবিবুর রহমান মড়ল (লাটিম) ১০২ ভোট, সাংবাদিক মোঃ খলিলুর রহমান (গোলাপ ফুল) ১০১ ভোট, শাহ তাফাজ্জল হোসেন (তলোয়ার) ১০০ ভোট, মীর আবু সাঈদ মোহাম্মদ নুরুদ্দীন (কলা) ৯৯ ভোট, মিজানুর রহমান সংগ্রাম (আপেল) ৯৫ ভোট ও মোঃ রফিকুল ইসলাম দুলাল (সিলিং ফ্যান) ৯৩ ভোট।
শাহজাহান-বাসার আকন্দ প্যানেলের প্রার্থী সহ-সভাপতি মোঃ আতাউল করিম রাসেল, সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, কোষাধ্যক্ষ মোঃ নুরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার ও শিক্ষা বিষয়ক সম্পাদক এটিএম রবিউল করিম ও দপ্তর সম্পাদক মোঃ খালেদ জিন্নাহ মন্টু আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।