ফুলপুরে অর্ধ গলিত লাশের হত্যা রহস্য উদঘাটন জড়িত আসামি নাজিম উদ্দীন গ্রেফতার
-
Reporter Name
- Update Time : ১০:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- ১৩২ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের তিনদিন পর রাশিদা বেগম (৫০) নামে নারীর মরদেহ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়ার ১৮ ঘন্টার মধ্যে জড়িত আসামিকে গ্রেপ্তার করে হত্যা রহস্য উদঘাটন করেছে পুলিশ।
জানা যায়, ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের কান্দাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের মেয়ে রাশিদা বেগম (৫০) গত ২৬ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার দুপুরের দিকে বাঁশাটি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুট্টা ক্ষেতের ভিতরে খড়ের বিছানা থেকে বিবস্ত্র অবস্থায় ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে মৃতের সৎবোন ও মেয়ের সনাক্ত মতে জানতে পারে লাশের ব্যক্তিটি রাশিদা বেগম (৫০) সাবেক স্বামী আ: সালাম, বর্তমান স্বামী তুলা মিয়া, সাং হরিনাদী, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ। এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা দায়ের হয়। লাশের অবস্থা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। ঘটনার রহস্য উদঘাটনের লক্ষে মাঠে নামে ফুলপুর থানা পুলিশ। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞার দিক নির্দেশনায় ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোফাখ্খির উদ্দিন সঙ্গীয় এসআই মেহেদী হাসান সুমন মিয়া, এএসআই শহিদুল ইসলাম, এএসআই রতন চৌধুরী ও এএসআই মিজান সহ চৌকস টিম ঘটনার পর থেকে বিরতিহীন ভাবে কাজ করে ১৮ ঘন্টা সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি ও বিশ্বস্থ সোর্সের সহযোগিতায় ঘটনায় জড়িত আসামী বাঁশাটী গ্রামের হাবিবুর রহমানের পুত্র নাজিম উদ্দিন ওরফে নাইজ্জা (৪৫)কে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রাক্কালে নকলা থানার নারায়নখোলা ঘাটপাড় এলাকা থেকে বৃহস্পতিবার (৩০ মার্চ) গ্রেফতার করে। গ্রেপ্তারের পর আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তাহার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মতে উক্ত হত্যাকান্ডের ঘটনায় মৃতা ভিকটিম রাশিদার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের ৪০/৪৫ গজ দুরে ধান ক্ষেত থেকে উদ্ধার করেন। আসামীকে শুক্রবার আদালতে প্রেরন করিলে সে ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবান বন্দী গ্রহণ শেষে বিজ্ঞ আদালত আসামী নাজিম উদ্দীন ওরফে নাইজ্জাকে জেল হাজতে প্রেরণ করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৮ ঘন্টা সময়ের মধ্যে জড়িত আসামিকে গ্রেপ্তার করে হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। আসামি নাজিম উদ্দিন ওরফে নাইজ্জা ঘটনায় জড়িত থাকার কথা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।