ফুলপুরের ইউএনও এম সাজ্জাদুল হাসান শিশু বান্ধব
-
Reporter Name
- Update Time : ০১:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
- ১৩৮ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইউএনও এম সাজ্জাদুল হাসান তাকে দেখলেই আনন্দে মন ভরে যায় খুদে শিক্ষার্থীদের।কোনো কোনো শিক্ষার্থী দৌড়ে তার কাছে ছুটে আসে।পরম মমতায় এসব খুদে শিক্ষার্থীকে কাছে টেনে নেন,
কখনও আদর করে দেন তিনি। কখনো এতিমদের সাথে ফুটবল খেলেন সেই সঙ্গে এসব শিক্ষার্থীর হাতে তুলে দেন বিভিন্ন ধরনের উপহার।এতে আনন্দে আত্মহারা খুদে শিক্ষার্থীরা।
ফুলপুরের শিশুদের শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে এবং শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে ব্যতিক্রমী কাজ করছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান শিশুদের বিদ্যালয়মুখী ও পড়াশোনায় মনোযোগী করতে নানা ধরনের উপহার দেন তিনি।
ফুলপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেন ফুটবল ও চকলেট।
শিক্ষার্থীরা যাতে নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়াশোনার পাশাপাশি তাদের বিনোদনের জন্য খেলাধুলায় নির্দিষ্ট একটা সময় দেন এ বিষয়টি খেয়াল রাখতে অভিভাকদের প্রতি আহ্বান জানান তিনি।