ফরিদপুরের ডেমড়ায় জুয়েল ফাউন্ডেশনের উদ্যোগে ইদ সামগ্রী উপহার বিতরণ
-
Reporter Name
- Update Time : ১০:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- ১৫ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:— পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা’র নিজেস্ব অর্থোয়নে ও জুয়েল ফাউন্ডেশন উদ্যোগে ইমাম মুয়াজ্জিন ও হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ মে ) সকাল ১১টার সময় ডেমড়া হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন মো: শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জুয়েল ফাউন্ডেশন পরিচালক মোঃ জুয়েল রানা ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো: আব্দুল হাফিজ মাজাট সরকারি প্রাথমিক শিক্ষক মো: কুতুব উদ্দিন ডেমড়া শামছুল হক মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রমজান আলী ডেমড়া হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল খালেক ডেমড়া শামছুল হক মডেল কলেজের ইংরেজি প্রভাষক মো: নাসিম উদ্দিন বৃকালিয়ানী জামে মসজির ইমাম ক্বারী মো: ইউসুফ আলী ডেমড়া কাদরিয়া তাইবেয়্যিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন
ডেমড়া বাজার মসজিদের মুয়াজ্জিন মো: আব্দুল মুমিন প্রমুখ এছাড়াও আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছরই এ রকম সমাজে অসহায়,দরিদ্র ও স্হানীয় ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সুধীদের মাঝে সম্মামনা স্মারক ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এই বছরে ডেমড়া ইউনিয়নে প্রায় ৪৪ টি মসজিদের ইমাম মুয়াজ্জিন ও হাফিজিয়া মাদরাসার শিক্ষকদেরকে একটি জুব্বা ও পাঞ্জাবী বিতরন করা হয় এবং ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মেবাধীদেরকে নগদ অর্থ ও সুধীদেরকে সম্মামনা স্মারক প্রদান করা হয়। ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বলেন “” ‘সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জুয়েল ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ ‘এসময় যারা সামর্থ্যবান, তাদের উচিত অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো। আমরা চাই, এই সহযোগিতার মাধ্যমে তাদের ঈদ আনন্দময় হয়ে উঠুক।’ ‘এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।’ ‘ফাউন্ডেশনের এ উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে। আমরা চাই, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের কাজে এগিয়ে আসুক।’ ইদ উপহার গ্রহণকারীদের অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ঈদে আগে এমন উপহার পেয়ে আমরা সত্যিই আন্দিত। ভালোভাবে ঈদ উদ্যাপনের। এই সহায়তা আমাদের ঈদ উদ্যাপন সহজ করে দিলো।” জুয়েল ফাউন্ডেশন সমাজসেবা খাতে কাজ করছে। অসচ্ছলদের সহায়তা প্রদান ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংস্থাটি সমাজে ইতিবাচক পরিবর্তন আজনতে অবদান রেখে চলেছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের পরিচালক ও ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জুয়েল রানা।