পৈত্রিক বসতবাড়ী রক্ষায় ভালুকার এক ভূমিহীন কৃষকের সাংবাদিক সম্মেলন
-
Reporter Name
- Update Time : ১২:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- ১৩৬ Time View

শিপন রানা ভালুকা প্রতিনিধি ঃ
ভূমি জালিয়াত চক্রের হাত থেকে পৈত্রিক বসতবাড়ী রক্ষার দাবীতে ময়মনসিংহের ভালুকার তালাব গ্রামের ভূমিহীন কৃষক সিদ্দিক (৪৫) ও তার পরিবার সাংবাদিক সম্মেলন করছেন।
রবিবার (৫ ফেব্রæয়ারী) সন্ধ্যায় ভালুকা উপজেলা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অসহায় ওই পরিবারটি। সংবাদ সম্মেলনে সিদ্দিকের বৃদ্ধ পিতা শুক্কুর আলী (৭০)সহ পরিবারের অন্যান্য সদস্য এবং বিভিন্ন টেলিভিন ও পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব গ্রামের ভূমিহীন কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) তার বক্তব্যে বলেন কাদিগড় মৌজার ৯০৭,৯০৮,৯০৯ দাগের ৯৮ শতাংশ জমিতে ৪টি পরিবার পূর্ব পুরুষদের ভিটায় যুগ-যুগ ধরে বসবাস করে আসছে। কিন্তু বেশ কিছু দিন যাবত একই এলাকার প্রভাবশালী আঃ খালেকের পুত্র আঃ জলিল (৪০) জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল তৈরী করে এলাকার ভূমিদস্যুদের সাথে নিয়ে তাকে তার পৈত্রিক বসতবাড়ী থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
সম্প্রতি জলিল ও তার ভাড়াটিয়া বাহিনী সিদ্দিককে ভিটা থেকে তাড়াতে গিয়ে গ্রামবাসীর স্তুপের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়্ এর পর থেকে সিদ্দিকের পরিবার ভূমিদস্যুদের হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান তিনি।
অসহায় সিদ্দিক আরও বলেন আমি একজন ভূমিহীন কৃষক কাদিগড় বনভূমিতে পুর্ব পুরুষের রেখে যাওয়া বসত বাড়ীতে বসবাস করে আসছি,সরকার আমাদের বসতবাড়ী ছেড়ে যেতে একদিনও বলেনি কিন্তু জলিলগংরা বনের জমির মালিক সেজে আমার পরিবারকে বসত ভিটা ছাড়ার জবর জুলুম চালাচ্ছেন। এছাড়াও জলিল একজন লোভী ও ক্ষমতাবান লোক তার বাহিনী এসব করেই এলাকায় চলেন অনেকেই তার অত্যাচারের শিকার হয়েছেন তাই তিনি এর সুবিচার প্রার্থনা করে পৈত্রিক ভিটায় শান্তিতে থাকার জন্য সরকারের সকল মহলের সহযোগিতা চেয়েছেন।
এ বিষয়ে সিদ্দিক ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে সুবিচারের জন্য একটি আবেদন করেছেন।